spot_img

পৃথিবীর নরকে গাজার শিশুদের জীবন : জাতিসংঘ

অবশ্যই পরুন

পৃথিবীতে যদি কোনও নরক থাকে, তাহলে সেটি গাজার শিশুদের জীবন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।বৃহস্পতিবার ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

অবিলম্বে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের এই মহাসচিব বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও কামানের গোলাবারুদ নিক্ষেপের ঘটনায় আমরা গভীরভাবে আতঙ্কিত।

গত ৯ মে থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে বৃহস্পতিবার।

তিনি বলেছেন, সংঘাতে গাজার সড়ক-মহাসড়ক, বৈদ্যুতিক সংযোগসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। সেখানে মানবিক জরুরি সঙ্কট তৈরি হয়েছে। গাজায় প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানির সরবরাহে বিঘ্ন ঘটছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ