spot_img

খোলামেলা ছবি পোস্ট করে কটূক্তির শিকার তিথি!

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের সম্প্রচারিত হওয়া ছোটপর্দার অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিকের তালিকায় একদম ওপরের দিকে নাম ছিল ‘মা’। এই ধারাবাহিকে অন্যতম মুখ্যচরিত্রে ছিলেন শিশু অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি।

এই ধারাবাহিকের মাধ্যমে বাড়ির মা-কাকিমাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বয়স বেড়েছে এই অভিনেত্রীর। এখন আর মোটেই শিশু নন তিনি। রীতিমতো যুবতী। বাস্তব জীবনেও পাল্টেছে তার জীবনযাত্রা।

এই মুহূর্তে কোনো ধারাবাহিকে তাকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ তিথি বসু।

বরাবরই সাহসী অবতারে নেটমাধ্যমে নিজেকে মেলে ধরেছেন তিথি বসু। ছবি সৌজন্যে - ফেসবুক

পোস্ট করা বিভিন্ন ছবিতে রীতিমতো ‘বোল্ড’ অবতারে নিজেকে মেলে ধরেন তিনি।

অভিনেত্রীর ‘হট’ অবতারের সেইসব ছবি যে তার ফলোয়ার্স ও অনুরাগীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় তা ছবির লাইক ও কমেন্টের সংখ্যা থেকেই স্পষ্ট।

তবে সম্প্রতি পোস্ট করা ‘হট’ ছবির সুবাদে কটূক্তির শিকার হয়েছেন তিথি বসু। যা তা পাত্তা দেননি এই অভিনেত্রী।

সর্বশেষ সংবাদ

মসজিদে নববীর সেই শতবর্সী কোরআনপ্রেমীর ইন্তেকাল

সুদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ