ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে আতিথ্য দেয় ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটি জিতলেই ঘরের মাঠে শিরোপা উৎসব করতে পারতো স্কাইব্লুজরা। কিন্তু তাদের সেটা করতে দেয়নি চেলসি। শিরোপা জয়ের উল্লাস করার অপেক্ষায় থাকা ম্যানসিটিকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে।
ঘরের মাঠে ম্যাচের ৪৪ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানসিটি। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু এ সময় পেনাল্টি মিস করেন সার্জিও আগুয়েরো। ঘরের মাঠে ২০১৬ সালের পর এই প্রথম পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন তারকা।
বিরতির পর ৬৩ মিনিটে চেলসির মরোক্কান ফুটবলার হাকিম জিয়েস গোল করে সমতা ফেরান। এরপর টিমো ভেরনার ও কালাম হাডসন-ওদোই দুইবার বল জালে জড়ালেও অসাইডের কারণে বাতিল হয়। আর ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+২) মার্কোস আলোনসো গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।
এই জয়ে লেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ৩৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি।