আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন কওমি আলেমরা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে কওমি মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা রাজনীতি করবে না এমন সিদ্ধান্তসহ একাধিক বিষয় সরকারকে জানায়।
তবে গত ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের নেতাদের মতো এবারও মুখে কুলুপ এঁটেছে প্রতিনিধি দল। বৈঠক শেষে সোজা গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন কওমি নেতারা।
সোমবার রাত পৌনে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যায় কওমি মাদরাসার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ার প্রতিনিধি দল।
রাত ১০টা ৫০ মিনিটের দিকে তারা বাড়ি থেকে বের হন।