চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি বিলুপ্তি ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার রাত সাড়ে এগারোটার দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাত আড়াইটার দিকে তিন সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই ভোর চারটার দিকে জানানো হয়, আহবায়ক কমিটিতে আরো দুইজনকে যুক্ত করা হয়েছে।
কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির, আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব এবং মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমানকে সদস্য করা হয়। এছাড়া মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। সেখানে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারী কাউকে রাখা হয়নি। এরপর থেকে তাঁরা এই কমিটিকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে আসছেন।