বিশ্বরাজনীতির কাঠামোয় প্রভাবশালী দেশগুলোর আধিপত্যবাদী ভূমিকার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বর্তমান বিশ্বরাজনীতির এগিয়ে যাওয়া নিশ্চিত করতে প্রয়োজন ন্যায্যতা, আধিপত্য নয়।
মঙ্গলবার বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেনে শি জিনপিং বলেন, ‘এই বিশ্ব ন্যায্যতা চায়, আধিপত্য নয়। একটি বড় দেশ তখনই সত্যিকার অর্থে বড় দেশ হয়ে ওঠে যখন সেটি আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেয়।’
বক্তৃতায় কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি চীনের প্রেসিডেন্ট, তবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মত—যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেই যে তিনি কথাগুলো বলেছেন চীনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে ওয়াশিংটনের ক্ষমতা চর্চার সমালোচনা করে আসছেন বেইজিংয়ের সরকারী কর্মকর্তারা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনকালীন মেয়াদে চীনকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বৈরী দেশ হিসেবে চিহ্নিত করেছিলেন; পরবর্তীতে তার উত্তরসূরী প্রেসিডেন্ট জো বাইডেনও হাঁটছেন একই পথে।
হংকংয়ে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং শিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উভয় দেশের নেতা। পাশাপাশি ৫ জি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রভৃতিক্ষেত্রে উভয় দেশের অংশীদারিত্বভিত্তিক বিনিয়োগের ব্যাপারেও আলোচনা করেন তারা।
তাদের বৈঠকের চারদিন পর বোয়াও ফোরামে কথা বললেন চীনের প্রেসিডেন্ট; আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংয়ের মঙ্গলবারের বক্তব্য আসলে যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক বৈঠকের প্রতিক্রিয়া।
সূত্র: রয়টার্স