পাকিস্তানের শুরুটা ছিল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে গেল দৃশ্যপট। সফরকারিদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা
আজ জোহান্সবার্গে ২য় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে বাবর ৫০ ও মোহাম্মদ হাফিজের ৩২ ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে না পারায় ৯ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি ওঠেনি স্কোরবোর্ডে। লিন্ডে ও উইলিয়ামস নেন ৩টি করে উইকেট।
জবাবে মারক্রামের ৫৪ ও ক্লাসেনের অপরাজিত ৩৬ রানে ভর করে ৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। উসমান কাদির ২টি উইকেট নেন। এছাড়া হাসনাইন ও হাসান পান একটি করে উইকেট।
সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে। ১৪ এপ্রিল সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।