spot_img

বাস্তবেও মেজাজ হারিয়েছিলেন দ্রাবিড়

অবশ্যই পরুন

শান্ত-সৌম্য স্বভাবের জন্য দারুণ পরিচিত রাহুল দ্রাবিড়। এতটাই যে, তার মেজাজ হারানোটাকে অসম্ভব বলে একটা বিজ্ঞাপনও এসে গেছে সম্প্রতি। সেই নিপাট ভদ্রলোক দ্রাবিড়কে নিয়েই এবার বোমা ফাটল যেন। সাবেক সতীর্থ বীরেন্দর শেবাগ জানালেন, বাস্তবেও নাকি অনেকবার মেজাজ হারিয়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক!

শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যিই। মাঠেও মাঝেমধ্যেই মেজাজ হারিয়েছেন ‘দ্য ওয়াল’। তাও আবার মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের ওপর! সম্প্রতি এক সাক্ষাৎকারে শেবাগ জানান, ‘আমি রাহুল ভাইকে একবার ধোনির ওপর রাগ করতে দেখেছিলাম।’

২০০৬ এর শুরুর দিকে পাকিস্তান সফরে ঘটে সে ঘটনা, জানান শেবাগ। তার কথা, ‘সেবার একটা ম্যাচে খারাপ শট খেলে আউট হয় এমএস। সেটা দেখেই মেজাজ বিগড়ে যায় রাহুল ভাইয়ের৷ তিনি ধোনিকে বলেছিলেন, এভাবে খেলা শিখেছ তুমি? ম্যাচটা জিতিয়ে আসা উচিত ছিল না তোমার? ধোনি তখন মাথানিচু করে দাঁড়িয়েছিল। আমি অবশ্য খুব বেশিক্ষণ সেখানে ছিলাম না, অতো ইংরেজি বোঝা অসম্ভব ছিল আমার। ’

তবে রাহুলের সেই ধমক ধোনিকে বদলেই দিয়েছিল। এরপর থেকেই আর বাজে শটে উইকেট বিলিয়ে আসতে দেখা যায়নি ধোনিকে, মত শেবাগের। সাবেক ভারতীয় ওপেনারের ভাষা, ‘এরপর ম্যাচ তো বটেই, অনুশীলনেও আর খারাপ শট খেলেনি ধোনি। কারণ সে ধমক হজম করতে রাজি ছিল না আর।’

এদিকে অন্তর্জালে দারুণ সাড়া পেয়েছে দ্রাবিড়ের বিজ্ঞাপনী ভিডিওটি। সেটিকে জনসচেতনতার কাজেও লাগিয়েছে ভারতীয় পুলিশ। ইতোমধ্যে নিজেদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জনগণকে সচেতন করেছে মুম্বাই ও নাগপুর পুলিশ।

সর্বশেষ সংবাদ

‘যুক্তরাষ্ট্র আমাদের পাশে রয়েছে’

জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বুধবার, ইউরোপের সঙ্গে সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়েই ইউরোপের সবচাইতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ