অনলাইনে ক্লাস নেওয়ার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাযহারুল হাসান মজুমদারের ধূমপান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে ব্যাপক সমালোচনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেটিজেনরা।
শুক্রবার (৯ এপ্রিল) ছবিগুলো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীরা ওই শিক্ষকের সমালোচনা শুরু করেন। আর ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শাবিপ্রবি শিক্ষক সমিতি।
ঘটনার সত্যতাও স্বীকার করেছেন অধ্যাপক ড. মাযহারুল হাসান মজুমদার। তবে ওই শিক্ষকের দাবি- অনলাইনে ধূমপান করলে এতে শিক্ষার্থীদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘ছবিগুলো দুই-তিন মাস আগের। ভাইরাল ছবি হওয়া দু’টির একটি বাসায় বসে অনলাইনে ক্লাস নেওয়ার সময়কার এবং অন্যটি বিভাগের অফিসে বসে ক্লাস নেওয়ার সময়ের।’
ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সামনে ধূমপান করা অনৈতিক কি-না এমন প্রশ্নের জবাবে ড. মাযহারুল বলেন, ‘এটা আমার চোখে মোটেও অনৈতিক নয়। কারণ এটা কোনোভাবেই শিক্ষার্থীদের ইফেক্ট করছে না।’
শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম বলেন, ‘কোনো শিক্ষক যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন, তাহলে এর দায়ভার শিক্ষক সমিতি বহন করবে না। এ ধরণের কাজে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।’
করোনাভাইরাসের সংক্রমণের পর শাবিপবি বন্ধ হয়ে গেলে সব বিভাগে অনলাইনে ক্লাস শুরু হয়। সেসময় ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকটি ব্যাচের অনলাইনে ক্লাস নেওয়ার সময় একাধিকবার ধূমপান করেন ওই শিক্ষক। যার পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।