spot_img

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে প্রায় ১৪ হাজার মানুষের

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে দিনে আরও ১৪ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। গেলো ফেব্রুয়ারির পর যা রেকর্ড। তাতে, মোট প্রাণহানি ২৯ লাখ ১৪ হাজার ছাড়ালো।

একদিন বিরতির পর, ব্রাজিল আবারও ২৪ ঘণ্টায় ৪ হাজারের ওপর মৃত্যু দেখলো। দেশটিতে নতুনভাবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজারের ওপর সংক্রমণ। তবে, দৈনিক ভাইরাস শনাক্তের শীর্ষে এখনো ভারত। বৃহস্পতিবারও, এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে- করোনা। দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৮ শতাধিক মানুষ; যা গেলো অক্টোবরের পর সর্বোচ্চ দৈনিক প্রাণহানি। দিনে- ৯৭১ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, করোনায় ৯৫৪ জন মারা গেছেন-পোল্যান্ডেও। ৬’শর কাছাকাছি মৃত্যুবরণ করেছে মেক্সিকোয়।

এদিকে, দিনে ৫শ’র মতো প্রাণহানি দেখলো ইতালি, চার’শর কাছাকাছি প্রাণহানি ফ্রান্স ও রাশিয়ায়। দিনে ৭ লাখ ৩৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বিশ্বে মোট সংক্রমিত পৌনে ১৪ কোটির মতো মানুষ।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ