spot_img

লম্বা নখের জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ৩০ বছর পর নখ কাটলেন

অবশ্যই পরুন

২০১৭ সালে লম্বা নখের জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই নখগুলো প্রিয় ছিল তার। নানা রঙে সেগুলো রাঙিয়ে রাখতেন। সেগুলোর পরিচর্যাতেও অনেক সময় ব্যয় হতো। তিনি প্রায় ৩০ বছর নখ কাটেননি । তখন নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট।

অবশেষে নখগুলো কেটেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আয়ান্না উইলিয়ামস। সম্প্রতি কাটার সময় নখের দৈর্ঘ্য ছিল ২৪ ফুট .৭ ইঞ্চি। আয়ান্নার নখগুলো রিপিলস বিলিভ ইট অর নটের ফ্লোরিডা মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। আয়ান্না ডাক্তারের কাছে গিয়ে ইলেকট্রিক করাতের মাধ্যমে নখ কেটেছেন।

আয়ান্না বলেন, ‘জানি ওদের খুব মিস করব। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। নখসহ কিংবা নখ ছাড়া আমি রানিই থাকব। আমার নখ আমাকে তৈরি করেনি, আমি তাদের করেছি। এত বড় নখ নিয়ে আমার চলাফেরায় অনেক কষ্ট হতো। অনেক সতর্ক থাকতে হতো। তাই ভেঙে যাওয়ার চেয়ে কেটে ফেলা ভালো মনে করেছি।’

সর্বশেষ সংবাদ

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনার পাশাপাশি প্রাণঘাতি ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধেও লড়াই করছে ভারত। এরই মধ্যে দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ

Powered by Live Score & Live Score App