spot_img

কোয়ারান্টাইন শেষ, আনন্দে ক্রিস গেইল যখন মাইকেল জ্যাকসন (ভিডিও)

অবশ্যই পরুন

আইপিএল খেলতে এক সপ্তাহ আগে পা দিয়েছেন ভারতে। তবে যোগ দিতে পারেননি পাঞ্জাব কিংসের অনুশীলনে। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। সেই কোয়ারেন্টাইন পর্ব শেষ হতেই উদযাপন করতে ভুললেন না ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব।

আর গেইল কিছু করা মানেই তো বিশেষ কিছু! উপলক্ষটা তাই মাইকেল জ্যাকসনের গানে তারই বিখ্যাত ‘মুনওয়াক’ স্টেপে পা মিলিয়ে উদযাপন করলেন গেইল। যে ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির পক্ষে বুধবার একটি ভিডিও পোস্ট করা হয় ইন্সটাগ্রাম, টুইটারে। যেখানে গেইলকে জ্যাকসনের গানে নাচতে দেখা যায়। ক্যাপশনে পাঞ্জাব কিংস লিখেছে, ‘কোয়ারেন্টাইনের খেল খতম। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল। ‘

টুইটারে গেইলের নাচের ভিডিওটি ছাড়াও ক্যারিবিয়ান তারকা হোটেল থেকে বেরোচ্ছেন এমন একটি ছবিও পোস্ট করে পাঞ্জাব কিংস। ক্যাপশনে লেখে, ‘আমিই তো সারা বিশ্বের বস। ’

৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল।

পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১২ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। 

সর্বশেষ সংবাদ

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৩০ লাখ ১১ হাজার ছাড়ালো

বিশ্বে একদিনে আরও সাড়ে ১২ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো- করোনাভাইরাস। মোট প্রাণহানি ৩০ লাখ ১১ হাজার ছাড়ালো। এখনও দৈনিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ