spot_img

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আর দেখা যাবে না হাবু ভাইকে

অবশ্যই পরুন

এই সময়ের তুমুল দর্শকপ্রিয় নাট্য সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির আলোচিত চরিত্রগুলো হচ্ছে- কাবিলা, নেহাল, শুভ, আরেফিন আর হাবু ভাই। নাটকটি প্রচারের শুরু থেকেই জনপ্রিয়তা পায় চরিত্রগুলো। নাটকে হাবু ভাই নামের চরিত্রটি দর্শকের পছন্দের শীর্ষে।

এ চরিত্রে অভিনয় করেন চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুরু থেকেই তিনি যুক্ত আছেন। তবে মন খারাপের খবর হলো, এ চরিত্রটি আর থাকছে না। আর মজার মজার সংলাপ নিয়ে হাজির হবেন না হাবু ভাই।

গল্পের প্রয়োজনে হাবু ভাই চরিত্রটিকে বিদেশে পাঠিয়ে সরিয়ে দেয়া হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করলেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।

আজ এক ফেসবুক স্ট্যাটাসে চাষী আলমের একটি ছবি দিয়ে তিনি লেখেন, আমরা আপনাকে মিস করবো চাষী আলম হাবু ভাই। সেই পোস্টের নিচে দেখা গেল হাজার হাজার দর্শকের প্রতিক্রিয়া। যার বেশিরভাগই হাবুকে নাটকে নিয়মিত রাখার অনুরোধ। অনেকে হাবু ভাইকে মিস করে অভিনেতা চাষী আলমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি নিয়মিতই চলবে। বর্তমানে এর তৃতীয় সিজন চলছে। ধ্রব টিভিতে নাটকটি দেখা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে নেপাল

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে হিমালয় কন্যা- নেপাল। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৮ হাজার ৬০৫ জনের শরীরে মিলেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ