spot_img

ইরানের পাওনা ফিরত দিতে প্রস্তুত ব্রিটেন : বেন ওয়ালেস

অবশ্যই পরুন

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সমরাস্ত্র কেনা বাবদ ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে প্রস্তুত আছে ব্রিটেন সরকার। টাইমস লন্ডন রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালেস বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থান ঘোষণা করছি। আমরা ইরানের পাওনা ফেরত দিতে চাই এবং এই অর্থ তেহরানে স্থানান্তরের জন্য উপযুক্ত উপায় বের করতে হবে।

ইরানের পাওনা ফেরত দিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অজুহাত হিসেবে তুলে ধরেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, লন্ডন এই পাওনা পরিশোধ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার আইন লঙ্ঘন করতে পারে না।

ইরান ১৯৭৪  ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে ২৫০টি সাঁজোয়া যান ও ১,৫০০টি চিফটেন ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ড পরিশোধ করেছিল। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক আদালত এই ঘটনায় ব্রিটিশ সরকারকে ভর্ৎসনা করে ইরানের অর্থ ফেরত দেয়ার পাশাপাশি তেহরানকে ক্ষতিপূরণ দেয়ার জন্যও লন্ডনের প্রতি আহ্বান জানায়। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ