spot_img

মশা নিয়ন্ত্রণে এবার ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

অবশ্যই পরুন

রাজধানীতে মশা নিয়ন্ত্রণে এবার ক্র্যাশ প্রোগ্রাম শুরু করলো ঢাকা সিটি করপোরেশন। মেয়র আতিকুল ইসলামের দাবি, কিউলেক্স মশা নিধনের পদ্ধতি পরিবর্তন করার কারণে নিয়ন্ত্রণে আসবে মশা। রাজধানীর মিরপুরে সাগুফতা খালে মশা নির্ধন কার্যক্রম পরিদর্শন করে এ কথা জানান মেয়র।

সোমবার সকালে অঞ্চল-২ এর মশা নিধন কার্যক্রমে উদ্বোধন করে মেয়র আরও বলেন, যে কীটনাশক ছিটানো হচ্ছে সেটি টেস্ট করেই আনা হয়েছে। ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম কার্যক্রম শুরু হয়েছে।

এবারই প্রথমবারের মতো অঞ্চল ভেদে চালানো হচ্ছে মশা নিধন কার্যক্রম। এ সময় মেয়র খাল পরিষ্কার করার পর সেটি আর নোংরা না করতে নগরবাসীর প্রতি আহবান জানান।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ