spot_img

‘ভালবাসা’র জন্য পরিশ্রম করছি: জাহ্নবী

অবশ্যই পরুন

বলিউডের এক সময়কার গ্লামার গার্ল প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ২০১৮ সালে। তার এই পর্যন্ত ৩টি ছবিতে অভিনয় করার খবর পাওয়া গেছে।

জাহ্নবীকে কখনও ‘দুর্বল’ অভিনয়, কখনও ‘তারকা-সন্তান’ তকমার কারণে মিম-ট্রোলের শিকার হতে হয়েছে। তবে এসব বিষয় তার গায়ে সয়ে গেছে। এ ধরনের সমালোচনাকে নিজের কাজের অংশ হিসেবে ধরে নিয়েছেন তিনি। কিন্তু সব কিছু কাটিয়ে দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন তিনি।

কঠোর পরিশ্রম জাহ্নবীকে দর্শকের ভালবাসা এনে দেবে বলে তার বিশ্বাস। অভিনেত্রী মনে করেন, বলিউডে কাজ করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছিলেন, তখনই নিজেকে দর্শকদের কাছে সঁপে দিয়েছিলেন। কিন্তু দর্শক তাকে ভালবাসতে বাধ্য নন। তাই তাদের ভালবাসা পাওয়ার জন্য কাজ করতে চান জাহ্নবী।

তাইতো নিজের আকাঙ্ক্ষার কথা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে জাহ্নবী বলেন, ‘এতে কোনও লজ্জা নেই। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারে। তবে আমি সেরকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছনোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হব।’

জাহ্নবীকে এবার দেখা যাবে ‘রুহি’ সিনেমাতে। এখানে তার সঙ্গে অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এই প্রথম হরর মুভিতে অভিনয় করেছেন জাহ্নবী। আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘রুহি’।

সর্বশেষ সংবাদ

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরার শুভাশুনি মোড়ে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ