spot_img

মানবাধিকার লঙ্ঘনের মহামারীতে আক্রান্ত বিশ্ব : জাতিসংঘ

অবশ্যই পরুন

মানবাধিকার লঙ্ঘনের মহামারীতে আক্রান্ত বিশ্ব এবং মহামারীতে মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে বলে জানিয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে স্বাধীনতা ও অধিকার চুর্ণ-বিচুর্ণ করা হয়েছে, বিভিন্ন দেশে স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার কর্তৃক বাক-স্বাধীনতা চরমভাবে খর্ব করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘করোনা মহামারীতে এই বিশ্ব মানবাধিকার লঙ্ঘন ও হয়রানির মহামারীর সম্মুখীন হয়েছে। -দ্য গার্ডিয়ান

তিনি বলেন, মহামারী মানবস্বাস্থ্যের চরম হানি ছাড়াও মানবাধিকার ইস্যুতে বিশ্বকে কয়েক বছর পিছিয়ে নিয়ে গিয়েছে, দারিদ্র্য, বৈষম্য, প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় এবং মানবাধিকার রক্ষায় ব্যর্থতা হয়রানিকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে এবং আমাদের সমাজকে ভঙ্গুর করে তুলেছে। বিশ্বজুড়েই মানবাধিকার কর্মী এবং বিরোধী দলীয় কর্মীরা ধর-পাকড়ের শিকার হয়েছেন, সাংবাদিকদের ওপর হামলা বেড়েছে, বাক-স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে, মিডিয়ার ও সেন্সর আরোপ করা হয়েছে, ট্র্যাকিং অ্যাপ ও সারভাইলেন্স প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশসহ বিশ্বের ৮৩টি দেশ বাক-স্বাধীনতাকে রুদ্ধ করতে করোনা মহামারীকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। ৫১টি দেশে কোভিড আইনকে সরকারের সমালোচনাকারীদের গ্রেপ্তারে ব্যবহার করা হয়েছে। ৩৩টি দেশের সরকার সমালোচকদের হুমকি ও শাস্তি দিয়েছে, ২৪টি দেশ করোনা নিয়ে মিথ্যে ছড়ানোর অভিযোগে আইন প্রয়োগ করে তা নিজ উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেছে, ১৮টি দেশে সাংবাদিক, ব্লগার ও বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর হয়রানির শিকার হয়েছেন।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ