spot_img

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ নিহত ৫

অবশ্যই পরুন

যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুল হকের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার মাঝিড়া বি-ব্লকের বাসিন্দা। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ে হারিয়ে ফেললে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ বাসের ৪ জনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই সময় আহতদের মধ্যে আরও একজন মারা যায়।

সর্বশেষ সংবাদ

বাজেট অধিবেশন শুরু ২ জুন

আগামী ২ জুন থেকে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার (১১ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক...

এই বিভাগের অন্যান্য সংবাদ