সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের মেয়ে রাজকুমারী শেখা লতিফা বিনতে মোহাম্মদ আল-মাখতুমকে যত্নের সাথেই তার বাড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্য ও চিকিৎসকরা তাকে দেখাশোনা করছেন।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের লন্ডন দূতাবাস থেকে সরবরাহ করা দুবাইয়ের শাসকের পরিবারের এক বিবৃতিতে এই কথা বলা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, বিবিসি ও অন্য সংবাদমাধ্যমে রাজকুমারীর অবস্থা বিষয়ে প্রচারিত সংবাদ ‘প্রকৃত অবস্থার প্রতিফলন করেনি।’
এর আগে ১৬ ফেব্রুয়ারি ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে রাজকুমারী লতিফার গোপনে ধারণ করা ভিডিও প্রকাশের পর জাতিসঙ্ঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান চেয়েছেন। ওই ভিডিওতে ৩৫ বছর বয়সী লতিফা নিজেকে বন্দী হিসেবে দাবি করে নিজের নিরাপত্তা ও জীবন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।
বাবার দুর্ব্যবহারের অভিযোগে রাজকুমারী লতিফা ২০১৮ সালের ৪ মার্চ নিজস্ব ইয়টে দুবাই ছেড়ে পালান। পালিয়ে যাওয়ার সময় ভারত মহাসাগরে তাকে ধরে আবার দুবাই ফিরিয়ে নেয়া হয়।
সূত্র : মিডল ইস্ট আই