spot_img

রিভালদোর আশা, পিএসজিতেই খেলবেন মেসি

অবশ্যই পরুন

বার্সেলোনার জার্সিতে আর কখনই চ্যাম্পিয়নস লিগে ন্যু-ক্যাম্পে খেলতে দেখা যাবে না লিওনেল মেসির। এমনটাই মনে করেন ব্রাজিলের সাবেক তারকা  রিভালদো। এরইমধ্যে তিনি নিশ্চিত হয়েছেন, আগামী মৌসুমেই পিএসজিতে যোগ দেবেন কিং লিও।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলার প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে বার্সেলোনা হারে ৪-১ গোলে। মূলত এরপরই রিভালদোর মনে হয়ে হয়েছে কাতালানদের সঙ্গে আর নতুন করে চুক্তি করবেন না মেসি।

গত মৌসুম শেষে কাতালান দলটি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। যে কারণে তার পিএসজিতে যোগ দেওয়া নিয়ে গণমাধ্যমে অনেক বারই খবর বেরিয়েছে। ক্লাবটির কয়েকজন খেলোয়াড়, এমনকি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও মেসিকে দলে টানার ইচ্ছা প্রকাশ করেন।

বিভিন্ন সময় মেসির সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেছেন রিভালদোও। সম্প্রতি বেটফেয়ারে তার কলামে আবারও উঠে আসে একই প্রসঙ্গ, ‘পিএসজির বিপক্ষে বিশাল এই হার প্রায় নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগে কাম্প নউয়ে বার্সেলোনার হয়ে মেসির শেষ ম্যাচ। বড় ট্রফির জন্য লড়াইয়ের সত্যিকারের সুযোগ মেসিকে দিতে পারছে না বার্সেলোনা। তার ভবিষ্যত পিএসজিতে, বিশেষ করে কাম্প নাউয়ের ম্যাচের পর। তারা এমন এক দল, যারা মেসিকে নিয়মিত ট্রফি জয়ের সুযোগ করে দিতে পারে।’

মেসির দলবদল করতে চাওয়ার সম্ভাব্য কারণও ব্যাখ্যা করেছেন রিভালদো, ‘৩০ পেরিয়েও মেসি ভালো ফর্মে রয়েছে এবং এখনও সে দলের ভার বহন করছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ, এই মৌসুমে সে তার সবেচেয়ে কাছের সতীর্থ লুইস সুয়ারেসকে চলে যেতে দেখেছে। অচিন্তনীয় এই দলবদল আতলেতিকো মাদ্রিদকে করেছে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। লিগে এখন সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস।’

সর্বশেষ সংবাদ

করোনাভাইরাসকে ‘জৈব’ অস্ত্র করার পরিকল্পনা পাঁচ বছর আগেই করেছিল চীন!

করোনাভাইরাসকে ‘জৈব’ অস্ত্ররূপে গড়ে নেওয়ার পরিকল্পনা বছর পাঁচেক আগেই হয়েছিল চীনে! ফাঁস হওয়া একটি চীনা নথির বরাতে এমনই তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ