spot_img

কংগ্রেসের কাছে অস্ত্র আইন সংশোধনের আহ্বান বাইডেনের

অবশ্যই পরুন

প্রাণঘাতী মারণাস্ত্র নিষিদ্ধ করে বিদ্যমান অস্ত্র আইন সংশোধনের জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য ক্ষমতায় বসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, ফ্লোরিডার পার্কল্যান্ডের স্কুলে গুলি চালিয়ে হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে রবিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে বাইডেন এই আহ্বান জানান।

তিনি বলেছিলেন, বন্দুক সহিংসতার কারণে আমাদের দেশ জুড়ে অভিভাবক, স্বামী-স্ত্রী, শিশু, ভাইবোন ও বন্ধুরা জানে তাদের প্রিয়জন হারানোর বেদনা।

২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালিয়ে এক সাবেক শিক্ষার্থী ১৭ জনকে হত্যা করেন। গোলাগুলিতে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অনেকে পরবর্তীকালে অস্ত্র আইন সংশোধনের সক্রিয় সমর্থকে পরিণত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনে অস্ত্র বহনের অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে। অনেক রক্ষণশীলরা এই অধিকারকে জোরালভাবে সমর্থন করেন যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

বাইডেন তার বিবৃতিতে বন্দুক বিক্রির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা, হাই-ক্যাপাসিটি ম্যাগাজিন নিষিদ্ধ এবং বন্দুক তৈরির ক্ষেত্রে লিগ্যাল ইমিউনিটি অবসানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, যারা স্বজন হারিয়েছে এবং যারা বিলাপ করার জন্য থেকে গেছে তাদের সবার কাছে এই পরিবর্তন আনতে আমরা দায়বদ্ধ। সময় এখন পদক্ষেপ গ্রহণের।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পৃথক বিবৃতিতে জানান, ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার আইন পাশের প্রক্রিয়া আবারও পুনরুজ্জীবিত করবে কংগ্রেস। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় এই উদ্যোগ স্থগিত করে দিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ