চলতি বছরের জুনের মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ভারতীয় ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন বাজারে আনার আশা প্রকাশ করেছেন ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা।
এনডিটিভি জানিয়েছে, আমেরিকার প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের সঙ্গে যৌথ উদ্যোগে ভারত প্রস্তুত করছে এই ভ্যাকসিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ফার্মের উদ্যোগে যুক্তরাজ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে ৮৯.৩ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে কোভ্যাক্সিন।
এই ভ্যাকসিন তৈরি হয়েছে পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)’ থেকে সার্স কভ-২ ভাইরাসের স্ট্রেন নিয়ে।
শনিবার এক টুইট বার্তায় আদর পুনাওয়ালা বলেন, ‘আমাদের পার্টনার নোভাভ্যাক্স ট্রায়ালে দুর্দান্ত কার্যকারি ফল প্রকাশ করেছে। এখন এটির ভারতে ট্রায়াল শুরু করার জন্য আমরা আবেদন করেছি। ২০২১ সালের জুনের মধ্যে কোভাভ্যাক্সিন বাজারে আনার আশা করছি।’
ইতোমধ্যে আরও দুটি ভ্যাকসিন অনুমোদনের মধ্যদিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক দেশে পরিণত হয়েছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনও উৎপাদনের দায়িত্ব নিয়োজিত ভারতের সেরাম ইনস্টিটিউট। এরই মধ্যে সেই ভ্যাকসিনের প্রয়োগ চলছে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে।