spot_img

২০২২ থেকে আরো বড় আইপিএল চায় বিসিসিআই

অবশ্যই পরুন

২০২২ থেকে আইপিএলে যোগ হবে দুটি নতুন দলের। এর ফলে বেড়ে যাবে ম্যাচের সংখা। সেই কারণে আরো বেশি সময় ধরে আয়োজন করতে হবে আইপিএল। ভারতীয় বোর্ড এই নিয়ে আলোচনা করবে রোববার। এ বছর দেশটির রঞ্জি ট্রফি আয়োজন করা নিয়েও সিদ্ধান্ত হতে পারে এই সভায়।

ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ২০২৩ থেকে ২০৩১ অবধি যে ক্যালেন্ডার তৈরি করবে তার মধ্যে আইপিএলের জন্য বেশি দিন রাখার ভাবনা রয়েছে। ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, ‘বিসিসিআই আরো বেশি দিন ধরে আইপিএল আয়োজন করতে চাইছে। বিদেশী ক্রিকেটারদের কথাও মাথায় রাখা হবে যাতে টুর্নামেন্টের মান না পড়ে যায়।’

শেষ তিন বছরে অন্য ওই দেশের বোর্ড ও আইসিসির সাথে কথা বলে বিসিসিআই এমন ভাবেই আইপিএল আয়োজন করেছে যাতে অন্য কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ ওই সময় আয়োজন করা না হয়।

সূত্র : আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ