কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রিচা চাড্ডা অভিনীত সিনেমা ‘শাকিলা’। যেখানে তিনি দক্ষিণী সিনেমার একসময়ের বোল্ড অভিনেত্রী শালিকার রূপে অভিনয় করেছেন। সিনেমাটি বেশ ভালো রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে।
কিন্তু এরই মাঝে রিচা পড়লেন অন্য একটি বিপাকে। তার আরেকটি সিনেমার পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
সিনেমার নাম ‘ম্যাডাম চিফ মিনিস্টার’। এই সিনেমার একটি পোস্টারে ঝাড়ু হাতে দেখা গেছে রিচাকে। সেটাই হয়েছে কাল। এই পোস্টারের মাধ্যমে নাকি দলিতদের অপমান করা হয়েছে।
নেটিজেনদের অভিযোগ, দলিতদের নির্যাতন নিয়ে কথা বললেও দলিতদের খাটো করার চিরাচরিত ধারাকেই অনুসরণ করেছেন রিচা চাড্ডারা। ছবিতে রিচার চরিত্রকে ঝাঁটা হাতে মলিন-ছেঁড়া জামা কাপড় পরিয়ে জোর করে দলিত বানানোর চেষ্টা করা হয়েছে। দলিতদের সমাজে যে চোখে দেখা হয়, সেই দৃষ্টিভঙ্গিকেই আরও বেশি করে প্রতিষ্ঠিত করা হয়েছে ওই পোস্টারে।
তাদের মতে, দলিতদের কথাই যদি বলতে চাইত ‘ম্যাডাম চিফ মিনিস্টার’, তবে তার পোস্টারে সাধারণ পোশাকেই দেখানো যেত রিচাকে! কিন্তু, তা না করে ঝাঁটা আর মলিন পোশাক প্রপ হিসাবে ব্যবহার করে আসলে দলিতদের একটা ‘টাইপ’ হিসেবে দেখানোর প্রবণতা আছে এখানে।
এসব সমালোচনার পর একটি বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন রিচা চাড্ডা। তিনি বলেছেন, নেটিজেনদের অভিযোগ যথার্থ। যদিও ছবির পোস্টার কেমন হবে তার দায়িত্বে আমি নেই। তবু আমি আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
রিচা জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব অনুভব করার সঙ্গে সঙ্গেই ভুল শুধরে নেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে নতুন পোস্টার। নিজের টুইটার হ্যান্ডলেই ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন রিচা চাড্ডা। জানিয়েছেন, এটা এমনই একটা ছবি যেটা সারাজীবন আমার সঙ্গে থাকবে।