গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে ৪ খুনের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।
শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাঘদী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাঘদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ নিয়ে মাদারীপুরের টেকেরহাট সেতু পর্যন্ত যায়। এ বিক্ষোভ মিছিলে নিহতের স্বজনরাসহ এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি মহাসড়কের রাঘদী ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে টেকেরহাট আসে মানববন্ধন করে। এসময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় ।
মানববন্ধন চলাকালে ডা. শামীম হাওলাদারের সভাপতিত্বে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, এবাদুল, জাহিদ, জাহাঙ্গীর, তুষার, নিহত কালাম শেখের স্ত্রী সোভা বেগম, কালাই ফকিরের স্ত্রী সেফালী বেগম, সাহিদ মোল্যার স্ত্রী শিল্পী বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ নভেন্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থক তিনজন নিহত হয়।
নিহতরা হলো রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫), দাসেরকান্দী গ্রামের মোসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫), শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে সাহিদ মোল্লা (৪০)। এছাড়া গত ৩১ মার্চ উক্ত দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে সাজাহান শেখ নামে আরও একজন নিহত হয়।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এ ঘটনায় গ্রেফতার ৪ জন ও ৭৫ জন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন দিয়ে মোট ৭৯ জন জেল হাজতে আছে। বাকিদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।