spot_img

মালয়েশিয়ায় একদিনে আবারও করোনায় আক্রান্তের রেকর্ড

অবশ্যই পরুন

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১৫ জন। নিয়মিত ব্রিফিং-এ এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দাতু হিশাম আব্দুল্ল। গেলো বছর থেকে করোনা সংক্রমণের পর থেকে একদিনে আক্রান্তের হিসাবে এটিই সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে ৭ জন অন্য দেশ থেকে এসেছেন। বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের। সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে সেলানগড় প্রদেশে।

প্রথম দফা করোনা সংক্রমণ ভালোভাবে ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয় ও তৃতীয় দফা করোনা সংক্রমণ মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি, চলছে ২ সপ্তাহের এমসিও।

আজকের সংক্রমণসহ মোট সংক্রমণের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ জন, এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২৮৮ জন, চিকিৎসাধীন আছেন ৩৩ হাজার ৯৮৯ জন। আইসিইউতে আছেন ১৯৫ জন। যার মধ্যে ৮৬ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

আগামীতে চিকিৎসা ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়: ক্রীড়া উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ