ইথিওপিয়ায় ভয়াবহ হামলায় শিশুসহ কমপক্ষে ৮০ জন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে। আফ্রিকার দেশটির পশ্চিমাংশে এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এই তথ্য জানান।
কমিশনের মুখপাত্র অ্যারন মাশোর বরাতে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা থেকে ৭টা নাগাদ প্রায় দুই ঘণ্টা ধরে বেনিশানগুল-গুমুজ এলাকায় এই হামলা চালানো হয়। ওই ঘটনায় ২ থেকে ৪৫ বছর বয়সী ৮০ জনের মৃত্যু হয়েছে। হামলায় থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছে, ৮২ জনের লাশ উদ্ধার হতে দেখেছেন তিনি। আহত হয়েছেন ২২ জন।
তিনি বলেন, ‘হত্যাযজ্ঞ চালাতে বেশিরভাগ ক্ষেত্রে ছুড়ি ব্যবহার করা হয়েছে। ধনুক ও আগ্নেয়াস্ত্রও ছিল তাদের সঙ্গে।
ওপর আরেক ব্যক্তি জানিয়েছে, এই হামলায় শতাধিক লোক অংশ নিয়েছিল। অনেকেই সামরিক বাহিনীর পোশাক পরা ছিলেন। তাদের কারও পরিচয় জানা যায়নি।
এদিকে এখনও এই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে নেইনি কেউই। বেশ কয়েক মাস ধরেই বেনিশানগুল-গুমুজে সহিংসতা চলছে। প্রাণ গেছে হাজারও মানুষের। গেল ডিসেম্বরের ২৩ তারিখ ২০৭ জনকে একসঙ্গে হত্যা করা হয়েছিল। সূত্র : আল জাজিরা