spot_img

পটকা মাছের বিষক্রিয়ায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

অবশ্যই পরুন

এবার পটকা মাছের বিষক্রিয়ায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের তিন মেয়ে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে।  

মৃতরা হলেন- সঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার।

অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে প্রাণ হারিয়েছিল বউ ও শাশুড়ি। এই ঘটনার এক মাস পর আবারো পটকা মাছের বিষে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ