spot_img

কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে ৭টি গুলি করে হত্যা করা মার্কিন পুলিশ সদস্যকে নির্দোষ ঘোষণা

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে ৭টি গুলি করে হত্যা করা পুলিশ সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন দেশটির আদালত।দেশটির উইসকিনসন রাজ্যের কেনোসা অঞ্চলের ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি না হওয়ায় রাজ্যব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২০২০ সালের ২৩ আগষ্ট কৃষ্ণাঙ্গ ব্লেক তার গাড়ি চালাচ্ছিলেন, তার পাশে বসে ছিলেন তার ৩ সন্তান। -বিবিসি

শ্বেতাঙ্গ পুলিশ রাস্টিন শেস্কি তার বর্ণবাদী মনোভাবের কারণে হঠাৎ করে তার অস্ত্র বের করে ব্লেকের উদ্দেশ্যে বেশ কয়েকবার গুলি চালান। গুলিতে তার বাম পাশের কোমড়ের নিম্নাংশ প্যারালাইজড হয়ে তিনি মারা যান। ১৮ বছর বয়সী শ্বেতাঙ্গ কেইলি রিট্টেনহাউস তার বিরুদ্ধে আনিত ৬টি অভিযোগই অস্বীকার করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ব্লেককে হত্যার পরদিন নিজের আইনজীবির সাথে বাকবিতন্ডা করতে করতে সে তিনজন কৃষ্ণাঙ্গের দিকে গুলি ছোড়ে , গুলিতে দুইজন নিহত ও একজন আহত হন।

কেইলির মতো ডান-পন্থী’ আরও অনেকে ব্লেককে গুলি করার পর থেকে অস্ত্র নিয়ে চলাফেরা শুরু করে। কেনেসা শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল মাইকেল গ্রেভলি, অফিসার শেস্কির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই মর্মে রায় দেন।

 

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ