আলিপেসহ চীনের মোট আটটি লেনদেনের অ্যাপ নিষিদ্ধের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলিপের পাশাপাশি কিউকিউ ওয়ালেট এবং উইচ্যাট পে’র মতো জনপ্রিয় অ্যাপ আছে এই তালিকায়।
৪৫ দিনের ভেতর কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অ্যাপগুলো হুমকি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হতে পারে বলে আদেশে শঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, নিষিদ্ধের তালিকায় বাকি অ্যাপগুলোর মধ্যে রয়েছে টেনসেন্ট কিউকিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট, ডব্লিউপিএস অফিস।
মার্কিন প্রশাসন বলছে, এই অ্যাপগুলো যে তথ্য সংগ্রহ করে সেসব চীনা সরকারের সঙ্গে শেয়ার করে থাকতে পারে।
গত নির্বাচনে হেরে যাওয়া ট্রাম্প অফিস ছাড়ার আগে নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে তার হাতে আর মাত্র ১৬দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন।
ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন।
সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।