spot_img

ফিরছেন ওয়ার্নার

অবশ্যই পরুন

দলে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ইনজুরির কাটিয়ে বক্সিং ডে টেস্ট দিয়ে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি বাঁহাতি এই ওপেনারের। সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে আরও একবার শঙ্কা তৈরি হয়েছিল তাকে নিয়ে। তবে সেই আলোচনা যে শেষ হচ্ছে সেটা ধরেই নেয়া যায়।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন ওয়ার্নার। যে কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম দুইটি টেস্ট খেলা হয়নি তাঁর। তৃতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট না হলেও সিডনি টেস্টে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে ওয়ার্নারের।

অস্ট্রেলিয়ার হেড কোচের কথাতে অবশ্য সেটারই ইঙ্গিত মিলেছে। শতভাগ ফিট না হলেও ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার বলেন, ‘খুব আশাবাদী যে ডেভিড (ডেভিড ওয়ার্নার) তৃতীয় টেস্টের জন্য জন্য প্রস্তুত হয়ে ওঠছে। সে একজন যোদ্ধা, তাই না? আমি প্রথম দিন থেকেই এই কথাটি বলে আসছি যে, প্রস্তুত হওয়ার জন্য সে যথাসাধ্য চেষ্টা করছে। সে খুবই ভালোভাবে নড়াচড়া করতে পারছে। এই টেস্টে খেলতে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘সে প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসে, টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে। আমরা আজ বিকেলে অনুশীলনের সময় তার উপর কিছুটা বিশেষ নজর রাখব এবং সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আমার যতটুকু মনে হচ্ছে সে (ওয়ার্নার) খুব সম্ভবত টেস্ট খেলবে।’

অস্ট্রেলিয়ার হেড কোচ জানান , ‘আমার মনে হয় ডেভিডের (ডেভিড ওয়ার্নার) ব্যাটিং নিয়ে খুব একটা সমস্যা হবে না। মাঠে তার চলাফেরায় একটু পরিবর্তন আনতে হবে। হয়তো তাকে স্লিপে ফিল্ডিং করতে হবে। আমার এখনও মনে আছে, ২০১৯ অ্যাশেজে লিডসে সে দারুণ কিছু ক্যাচ নিয়েছিল (স্লিপে)। সে দারুণ এক প্রতিভা।’

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ