spot_img

আবারও হাউজ স্পিকার হলেন ন্যান্সি

অবশ্যই পরুন

আবারও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলেসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী স্পিকার ন্যান্সি।

রোববার ডেমোক্র্যাট দলের ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট।

নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, ‘খুবই কঠিন এ সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি। আমাদের জরুরি অগ্রাধিকার করোনাকে পরাজিত করা। আমরা করোনাকে পরাজিত করতে পারবো।’

মার্কিন প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ৪৩৫ হলেও ভোট দিয়েছেন ৪২৭ জন। কারণ নবনির্বাচিত কিছু কংগ্রেস সদস্য কভিড-১৯ এর কারণে কোয়ারেন্টাইনে রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিলেন ন্যান্সি (৮০)। ট্রাম্প ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। কিন্তু ২০২০ সালের প্রথমদিকে ট্রাম্প সিনেট থেকে ছাড় পান।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ