36 C
Dhaka
বুধবার, এপ্রিল ৮, ২০২০

ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প

অবশ্যই পরুন

ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প

আজকে আমি পরিচয় করিয়ে দিবো আমার ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনে অন্যতম সাহায্যকারী আমার বৌ Sharmin Upoma কে। সে শুধু...

ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে আবারও হারাল ম্যানইউ

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারানো ম্যাচের দ্বিতীয় গোলটি নিয়ে বেশ আপ্লুত ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। রবিবার এই গোলটির আগে কোচিং...

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেন মোনালিসা

বছর খানেক আগে ওয়েব সিরিজে উমা  বৌদি হয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা। কিন্তু সিজন-২ তে সেই জায়গায় অভিনয় করার...

তিশার ‘শেষটা একটু ভিন্নরকম’

সম্প্রতি নতুন একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাম ‘শেষটা একটু...
আজকে আমি পরিচয় করিয়ে দিবো আমার ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনে অন্যতম সাহায্যকারী আমার বৌ Sharmin Upoma কে।
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
সে শুধু আমার বৌ না সে আমার একজন অন্যতম সেরা পিলিয়ন। যার প্রতিটি স্পর্শ আমি বুঝতে পারি।
প্রথমে একা বাইক রাইড এর কথা বলিঃ-
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
আমি যখন একা পরিবার নিয়ে ট্যুর করি তখন ও আমার পিছনে বসে পুরো হেলপার এর মতো আমাকে সাহায্য করে। যেমন যখন আমার বাইক স্লো করতে হবে তখন সে আমার শরীরে স্পর্শ করে তার স্পর্শ গুলো আমার মুখস্ত, সে আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারি আমার কি করতে হবে। আবার অন্য হাত দিয়ে পিছনের এবং পাশের যানবাহন কে সিগনাল দেয়।
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
সব থেকে বড়ো যে বিষয় টা সেটা হলো কথনও কোন কারনে হার্ড ব্রেক করতে হলে বা বিপদের আশঙ্কা থাকলে বাইক থামার আগেই ওর মুখ থেকে “লা ইলাহা ইল্লা অান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোয়ালেমিন” এই দোঅা টা বেরিয়ে আসে। যার কারনে অাল্লাহর রহমতে অনেক বিপদ থেকে বেঁচে যাই আমরা।
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
এইবার বলবো গ্রুপ ট্যুর এর কথাঃ-
আমাদের একটা গ্রুপ আছে Tour 365 BD এই গ্রুপ এর মাধ্যমে যখন বেশ কিছু বাইক নিয়ে আমরা ট্যুরে যাই তখন তার অবদান অকল্পনীয়, আমি সবসময় গ্রুপ ট্যুরে লিড দিয়ে থাকি। সে আমার পিছনে থেকে সবসময় পিছনের বাইক গুলোকে যে ভাবে সিগনাল ও পাশের যানবাহন কে সরতে বলে তাতে পিছনের সকল বাইকার অতি সহজে চলাচল করতে পারে।
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
আর একটা কথা না বল্লেই নয় সেটা হলো পাহাড়ি রাস্তায় সে যে ভাবে সিগনাল দেয় সেটা আসলে লিখে বুঝাতে পারাটা কঠিন, সে পুরা হাত ডানে বামে উঁচু নিচু করে দেখায় এতে পিছনের বাইকগুলো যে কি উপকৃত হয় সেটা আসলে তারাই ভালো বর্ণনা করতে পারবে।
পরিশেষে বলতে চাই নিন্দুকেরা যে যাই বলুক না কেন আমি পরিবার নিয়েই ট্যুর করতে পছন্দ করি। পরিবার নিয়ে ট্যুর করার কি যে মজা সেটা যে পরিবার নিয়ে ট্যুর করে সেই একমাত্র বলতে পারবে।
ফ্যামিলি বাইকার হয়ে উঠার পিছনের গল্প
আমার সাথে ট্যুরে আমার মেয়েও থাকে সবসময় আমার মেয়ের বয়স ৪ বছর ৬ মাস ইতিমধ্যে ওর ৫৮ টা জেলা ঘুরা শেষ। আমি আমার মেয়েকে নিয়ে অনেক গর্ববোধ করি সে যে ভাবে সাপোর্ট দেয় একটা বড়ো মানুষের পক্ষে ও সেটা সম্ভব না।
সবার কাছে একটাই অনুরোধ সবাই হেলমেট ব্যাবহার করবেন, আর রাস্তার যে যায়গায় আপনি অন্ধ সেই যাইগায় কখনো ওভারটেক করবেন না।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশের বাইরে পরিবার নিয়ে বাইকে ট্যুর দিতে পারি। বাংলাদেশ আমাদের ইতিমধ্যে ঘুরা শেষ।
সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, নতুন করে আক্রান্ত ৫৪

করোনাভাইরাসে দেশে নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে বুধবার নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ...

বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার কারাগার থেকে মাজেদকে আদালতে হাজির...

মিথিলার সাথে চুমুর ছবি পোস্ট করে সৃজিত লিখলেন ‘যা থাকে কপালে’

সারা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে দেশ বিদেশের বিমান পরিষেবা। করোনা মোকাবিলাতেই এই ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। এর ফলে বন্ধ স্কুল, কলেজ, সিনেমাহল, শুটিং...

করোনা প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি: মাশরাফি

করোনাভাইরাস পুরো পৃথিবীটা এভাবে এলেমেলো করে দেবে, তা কি কেউ ভেবেছিল? অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী, সমরাস্ত্রে মহাশক্তিধর দেশগুলো এখন করোনার থাবায় কাঁপছে! এই তো কদিন...

বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি ৬৫ হাজার পাউন্ডে বিক্রি

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন সবাই। এই লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটার জস বাটলার। সহায়তার জন্য এ ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনাল খেলা জার্সিটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ